আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে চতুর্থ ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:43 PM, 31 March 2019

সংবাদ আজকাল ডেক্স: আজ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নির্বাচন সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। একযোগে ভোট শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় রোববার সাধারণ ছুটি। চতুর্থ ধাপের তফসিলে ১২২ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও তৃতীয় ধাপের ছয়টি উপজেলার ভোট পিছিয়ে চতুর্থ ধাপে আনা হয়। এবং আইনি জটিলায় চারটি এবং ইসির নির্দেশনায় দুটি উপজেলার ভোট স্থগিত করা হয়।বাকি উপজেলাগুলোর মধ্যে ১৫টিতে সব পদেই একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আজ ১০৭ উপজেলায় ভোট হচ্ছে।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, রোববারের ভোটে ৪৮ উপজেলায় ১১১ প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, রিজার্ভ রাখা হয়েছে ৪৮ প্লাটুন ।চতুর্থ ধাপে ছয়টি সদর উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে, দ্রুত ফলাফল পাঠানোর জন্য ব্যবহার করা হবে ট্যাব। ইভিএম ব্যববহার কৃত উপজেলা হল, বাগেরহাট সদর, ফেনী সদর , মুন্সীগঞ্জ সদর, ময়মনসিংহ সদর ও পটুয়াখালী সদর চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে লড়ছেন ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন।

আপনার মতামত লিখুন :