কলারোয়ায় ইসলামি ব্যাংক শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:57 PM, 30 May 2019

সাজমিন সাথী ঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ইসলামি ব্যাংক শাখা এর পক্ষ থেকে বুধবার (২৯)মে বেলা ৩টার সময় অনুষ্টানে আলোচনা ও শিক্ষা সামগ্রী বিতারন করা হয়।অনুষ্টানটি শুরু করা হয় কোরআন তেলওয়াত এর মাধ্যেমে।কোরআন তেলওয়াত করেন ব্যাংকের ফিল্ড অফিসার মাওঃ আবুল হোসেন। অনুষ্টানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব আবু নসর।তিনি তার বক্তব্য শেষে এ কথা বলেন যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এছাড়া ও অনুষ্টানে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংকের এ ভিপি ও শাখা প্রধান শেখ তরিকুল ইসলামের সভাপতিত্ব সহকারি প্রজেক্ট অফিসার মজাম্মেল হক,সদরের সঞ্চলনায় অনুষ্টানে বক্তব্য রাখেন সিনিয়ার প্রিন্সিপাল অফিসার ও অপারেশন ম্যানেজার সৈয়দ সামসুল ইসলাম।ব্যাংকের পল্লি উন্নয়ন প্রকল্প কর্মকতা আব্দুল ছামাদ।অনুষ্টানে মেধাবী ৩৩৫জন ছাত্র ছাত্রী দের মাঝে ব্যাগ,ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ছাতা,টিফিন বক্স,ইত্যাদি শিক্ষা সামগ্রী বিতারন করেছেন।এর মধ্যে ২য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পড়ুয়া শিক্ষাথী ২৪৫জন,৬ষ্ট শ্রেণী থেকে ৯ম শ্রেণী পযন্ত পড়ুয়া শিক্ষাথী ৯০জন। এই অনুষ্টানে ব্যাংকের কর্মকতা,শিক্ষাথী, ও অভিভাবকরা উপস্তিত ছিলেন।

আপনার মতামত লিখুন :