কালিয়াকৈরে গ্রামবাসীর অর্থায়নে সড়ক সংস্কার, স্থানীয়দের ক্ষোভ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:36 PM, 06 August 2019

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি বাড়ি টাকা তোলে নিজেদের
অর্থায়নে একটি সড়ক সংস্কার করেছেন গ্রামবাসী। স্থানীয়
জনপ্রতিনিধিরা এগিয়ে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন
এলাকাবাসী।
গ্রামবাসী ও উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর
উপজেলার চাপাইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতকুড়া গ্রামের
মানুষ ওই সড়কটি সংস্কার করেছেন। উপজেলার মেদীআশুলাই-
বখুরি সড়কের সাতকুড়া সুফিনগর দাখিল মাদ্রাসা থেকে
সড়কটি শুরু। সড়কটির দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার। এ সড়ক
দিয়ে প্রতিদিন চলাচল করে স্থানীয় লোকজন, ওই মাদ্রাসার
শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের শত শত মানুষ। কিন্তু সড়কটির
এক মাথায় কালিয়াকৈর উপজেলা অপর মাথায় কিছু অংশ পাশের
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা। দুই উপজেলার সীমান্তবর্তী
হওয়ায় সড়কটিতে তেমন কোনো উন্নয়ন কাজ করা হয়নি।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন রোগী ও তার পরিবার।
নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর
জনপ্রতিনিধিরা আর এগিয়ে আসেনি। পরে বাধ্য হয়েই
গ্রামবাসী ও স্থানীয় মাদ্রাসা কমিটির সদস্যরা গত কয়েকদিন
আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়
জনপ্রতিনিধিরা এগিয়ে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন
স্থানীয় লোকজন।
সংস্কার কাজের উদ্যোক্তাদের মধ্যে মোঃ হেলাল উদ্দিন, মাদ্রাসার
সুপার মোঃ আব্দুল মালেক আমজাদীসহ অনেকেই বলেন, বার বার
তাগিদ দিলেও সড়কটি সংস্কার করেনি জনপ্রতিনিধিরা।
একদিন কিছু শ্রমিক কাজে লাগালেও আধা ঘন্টার পর তা
আবার তোলে নেওয়া হয়। তাই বাধ্য হয়েই বাড়ি বাড়ি তোলে নিজেদের অর্থ্যায়নে সড়কটি সংস্কার করি। তবে টাকার
অভাবে অল্প কিছু কাজ বাকী রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সবুর মিয়া জানান, এখন আমাদের বরাদ্ধ
না থাকায় সড়কটি সংস্কার করা হয়নি। আর সড়কটি
গ্রামবাসী সংস্কার করেছে, তা আমাদের জানানো হয়নি। তবে
বরাদ্ধ পেলে সড়কটির কাজ করা হবে।
কালিয়াকৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
আহম্মেদ রেজা আল মামুন জানান, বিষয়টি আমার জানা নেই

আপনার মতামত লিখুন :