খানসামায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:30 PM, 13 October 2017

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস সহ জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস একই সাথে পালিত হয়েছে। ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টার সময় মহিলা বিষয়ক অধিদপ্তর সহ এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো: হাবিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: আলতাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব, অফিস সহকারী শাহাদাত কবির সোহাগ প্রমুখ। আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস, জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবসের র‌্যালীতে স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও ব্র্যাক ও সার্প এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ নিরোধের উপর নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :