খানসামায় নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:40 PM, 22 April 2019

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ফেনীর সোনাগাজী মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে (১৮) পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি ও সকল নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২১শে এপ্রিল সকালে উপজেলার পাকেরহাট সোনালী ব্যাংকের সম্মুখ সড়কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংরাদেশ হিন্দু-বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্যবদ্ধ পরিষদ খানসামা উপজেলা শাখার উদ্যেগে এ মানববন্ধন করা হয়। এসময় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ধীমান চন্দ্র দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক জীতেন্দ্রনাথ রায়, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী, স্কুল শিক্ষকা সীতা রাণী রায়, নারী নেত্রী কল্যানী সরবরাহসহ অনেকে। এসময় আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের জনসাধারন। মানববন্ধনে বক্তরা আরো বলেন, এই নির্মম ঘটনায় যারা জড়িত, তাদের কাউকেই যেন ছাড় দেওয়া না হয়, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দিতে হবে। বিশেষ করে স¤প্রতি নারী ও শিশু নির্বাতনের মাত্রা বেড়েছে অনেকাংশে। হরহামেশাই পত্রিকায়র পাতায় শিশু ধর্ষণের মতো ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। সঙ্গে বেড়েছে সামাজিক উদ্বেগ। সরকার এবং সমাজকে এখনই এর লাগাম টেনে ধরতে হবে। তা না হলে সামাজিত অবক্ষয় রোধ করা যাবে না। বক্তরা আরো বলেন, নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অ্ন সংযোগের সাথে জড়িত ব্যাক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আগামীতে আরো কত নুসরাতকে প্রাণ দিতে হবে। আমরা চাই যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূক শাস্তি প্রদান করতে হবে।

আপনার মতামত লিখুন :