খানসামায় রাস্তার দুপাশে বর্জ্য ফেলায় জনগনের ব্যাপক দূর্ভোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:50 PM, 28 June 2016

মজনু আলম, খানসামা(দিনাজপুর) দিনাজপুরের খানসামা উপজেলার প্রাণস্থল গ্রামীণ শহর পাকেরহাটে রাস্তার দুপাশে ময়লা আর্বজনা ফেলে বিনষ্ট করা হচ্ছে পরিবেশ।

পাকেরহাট টাওয়ার মার্কেট দিয়ে বাইপাশ সড়ক ও শাহ্ ফিলিং স্টেশন যাওয়ার পথে ফেলে রাখা ময়লা আবর্জনার দূর্গন্ধে এলাকাবাসী স্বাভাবিক জীবনযাত্রা বিষ্ময় হয়ে উঠেছে। মাঝে মাঝে নোংরা আবর্জনা পোড়ার কারণে আশেপাশের বসবাসকারী মানুষ এবং এই রাস্তায় চলাচল কারী যাত্রীরা দূষিত পরিবেশের মুখোমুখি হচ্ছেন। এই রাস্তায় চলাচলকারী দিন মজুর রশিদ আলী বলেন, আমরা এলাকাবাসী এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে একাধারে ধোয়ার পাশাপাশি দূর্গন্ধের মুখোমুখি হয়ে সমস্যায় পড়ি। তাই এর একটা সুব্যবস্থা নেয়ার জন্য আমাদের আবদার রইলো ইউপি চেয়ারম্যানের কাছে।

নবনির্বাচিত খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন দোকানদার মোঃ আমজাদ বলেন, এই রাস্তাটি দিয়ে খামারপাড়া ও ভেড়ভেড়ী ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের মানুষজন এই রাস্তায় চলাচল করে, পাশাপাশি নিউ পাকেরহাট ও দুহশুহ হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে যাতায়াত করতে হয় এই পথ ধরে। ফলে প্রতিনিয়ত ময়লা আবর্জনার মুখোমুখি হওয়ায় তাদের বিরাট সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন যখন বাতাস আসে তখন চারদিকে দূর্গন্ধ ছড়িয়ে পরে আমাদের বিরাট সমস্যা হয়।

এলাবাসীর দাবী যদি এই রাস্তার পাশ থেকে কিছুটা দূরে ময়লা আবর্জনা রাখা হতো তাহলেও কিছুটা রক্ষা পাওয়া যেতো। কিন্তু এই ব্যস্ততম রাস্তার পাশে খোলা জায়গায় জনসাধারন ও ছাত্রছাত্রীদের আসা যাওয়ার পথে এভাবে ময়লা আবর্জনা ফেলে রাখা সত্যিই আহম্মক বুর্বকের কাজ ছাড়া আর কিছুনা। জনগনের দাবী আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ ও হাট ইজারাদার যেন বর্নিত স্থান থেকে অন্যত্রে সরিয়ে দূরে ময়লা আবর্জনা ফেলে। না হয় জনদূর্ভোগ বাড়ানোর জন্য কর্তৃপক্ষকেই এর দায় দায়িত্ব নিতে হবে।

পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ’আসুন দেশটাকে পরিষ্কার করি’ এর খানসামা উপজেলার শাখার আহব্বাহক নূর নবী ইসলাম জানান, এই স্থানটিতে পুরো বাজারের বর্জ্য এনে এখানে ফেলার কারনে এই বর্জ্য থেকে দূর্গন্ধ হয়। এই সড়কের বিকল্প সড়ক না থাকায় মানুষ বাধ্য হয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে।

আপনার মতামত লিখুন :