খানসামা উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যানকে বহিষ্কার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:44 PM, 24 January 2017

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খানসামা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। গত ২৩ জানুয়ারি সোমবার রাত ৯টায় জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. লুৎফর রহমান মিন্টু ও হাসানুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খানসামা উপজেলা শাখার সভাপতি মো. সহিদুজ্জামান শাহ্ ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৩ জানুয়ারি সোমবার দুপুরে জেলা বিএনপির আহŸায়ক এজেডএম রেজোয়ানুল হকের নিকট পদত্যাগপত্র পেশ করেন।

খানসামা প্রেসক্লাবে বিকেল ৩টায় এক প্রেস ব্রিফিংয়ে মো. সহিদুজ্জামান শাহ্ জানান, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি ও দু’বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিরোধীদলের নেতা হওয়ায় তিনি এলাকায় তেমন কোন উন্নয়নমূলক কাজসহ পররাষ্ট্রমন্ত্রীর নিকট কোন দাবি আদায় করে নিতে পারেননি। তিনি পাকেরহাট ডিগ্রি কলেজ জাতীয়করণ ও সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র গতিশীল নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল ও আস্থা রেখে ফুলের তোড়া ও নৌকার ক্রেষ্ট উপহার দিয়ে গত ২৪ জানুয়ারি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। উলেখ্য যে, বিএনপির তৃণমূল নেতাকর্মীর সাথে বিএনপির বহিস্কৃত ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামানের মনোজতাত্তিক দূরত্ব তৈরি হওয়ায় তার পদত্যাগের কারণ বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :