খানসামা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:32 AM, 23 January 2017

তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলা খানসামা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খানের আমন মৌসুমে চাউল সংগ্রহের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, খানসামা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের যোগসাযোসে সুটারকৃত অটোমিলের আমন চাউলের পরিবর্তে হাসকিং মিলের পুরাতন বোরো হাইব্রিড চাউল সংগ্রহ করেছেন। সরকারি বরাদ্দ টি,আর,ডি,ও’র পুরাতন চাউল সরবরাহ না দিয়ে সংগ্রহ হিসেবে দেখিয়েছেন। হাসকিং মিল হতে অসুটারকৃত আমন চাউল উৎকোচ এর বিনিময় ক্রয় করে এ চাউলগুলো খামালের মাঝখানে রেখে সৃটারকৃত ভাল চাউল খামালের চারিদিকে বেষ্টনি দিয়ে রেখেছেন বলে জানা যায়। উলে­খ্য এফ,এস ৩নং গুদামের ২নং খামালের নিচের লেয়ার থেকে ০৮ লেয়ার পর্যন্ত পুরাতন চাউল এবং উপরের লেয়ারের সম্পূর্ণ হাসকিং মিলের অসুটারকৃত চাউল রেখে বাহিরের লেয়ারে সুটারকৃত ভাল চাউল বেষ্টনি দিয়ে রেখেছেন। খানসামা উপজেলার স্থানীয় মিলাররা উদ্ধর্তন কর্তৃপক্ষের সরজমিনে তদন্ত চেয়ে উক্ত লিখিত অভিযোগ গত ১৯ জানুয়ারী পরিচালক, প্রশাসন, খাদ্য অধিদপ্তর, ঢাকাসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা এ অভিযোগ অস্বীকার করে প্রতিনিধিকে চাউলগুলো সঠিক রয়েছে বলে জানান।

আপনার মতামত লিখুন :