গাবতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:50 PM, 01 October 2019

সাহাব উদ্দিন রাফেল ঢাকা : অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর গাবতলীতে মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে গাবতলী পশু হাট এবং তুরাগ নদীর পাশের প্রায় ৫০টি কয়লা, ইট, বালু ইত্যাদির আড়ৎ এবং প্রায় ১০০টি টং দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া গাবতলী পশুহাট ও তুরাগ নদীর তীরের মধ্যবর্তী এলাকায় ডিএনসিসির প্রায় ১১ একর জায়গা অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়।গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে এ পর্যন্ত প্রায় ৪ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১২ লক্ষ ৭৮ হাজার টাকা জরিমানা এবং ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :