চিরিরবন্দরে জাতীয় তামাকমুক্ত দিবস মানববন্ধন পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:30 AM, 15 October 2019

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ ই-সিগারেট নিষিদ্ধ করা হোক এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিকাশ ও ব্রীসডোর উদ্যোগে জাতীয় তামাকমুক্ত দিবস/১৯ উপলক্ষে মানববন্ধন পালিক হয়েছে।

গত ১৩ই অক্টোবর রবিবার সকাল ১১টায় দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দর বাজারে বাংলাদেশ তামাক বিরোধী জোট যৌথভঅবে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে রাণীরবন্দর বাব্জাÍ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকাশের নির্বহিী পরিচালক নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদন ও তামাক মুক্ত সংগঠন রাণীরবন্দর শান্তি সংঘ রাশাসের প্রতিষ্ঠাতা ও মো. ফজলুর রহমান।

এসময় অন্যনের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ব্রীসডের নির্বাহী পরিচালক মির্জা ওবাইদুর রহমান, ভিডোর নির্বাহী পরিচালক মো. গোলাম রব্বানী জুয়েল, প্রভাষক ফিরোজ মাহমুদ, মো. জিল­ুর রহমান প্রমুখ ।

আপনার মতামত লিখুন :