চিরিরবন্দরে জিহাদি বই এবং লিফনেটসহ জেএমবি’র সদস্য গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:23 AM, 01 May 2019

মিজানুর রহমান মিজান, চিরিরবন্দর,প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে র‌্যাব-১৩ সদস্যরা জিহাদি বই ও লিফনেটসহ হারুনুর রশিদ মুন্সী নামে এক জেএমবি’র সক্রিয় সদ্যস্যকে আটক করেছে। আটককৃত হারুন মুন্সী উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে চিরিরবন্দর উপজেলার উত্তর নশরতপুর (পাইকারপাড়া) সরকারি প্রা: বিদ্যালয় এলাকায় র‌্যাব-১৩, রংপুর’র জঙ্গি সেল এবং র‌্যাব-১৩, দিনাজপুর এর সমন্বয়ে একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করেছে। জানা গছে, র‌্যাব-১৩ দিনাজপুরের মিডিয়া কর্মকর্তা এএসপি আ ন ন ইমরান খান জানান-গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে গত রবিবার দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় উত্তর নশরতপুর সরকারি প্রা: বিদ্যালয় এলাকায় জেএমবি’র সক্রিয় সদস্য হারুনুর রশিদ ওরফে হারুন মুন্সীকে আটক করা হয়। তার নিকট থেকে উগ্রবাহী বই ও লিফনেট উদ্ধার করা হয়।
আটককৃত জঙ্গি জানায়, সে দীর্ঘদিন যাবত গোপসে সংগঠনের সদস্য, চাঁদা সংগ্রহসহ বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত ছিলেন। তার তথ্যমতে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তাদের সাংগঠনিক তঃপরতা রয়েছে এভং তারা সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন।

আপনার মতামত লিখুন :