চিরিরবন্দরে ট্রাক্টারের ধাক্কায় স্কুল শিক্ষক গুরুতর আহত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:53 PM, 08 April 2019

মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় দি আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মোটরসাইকেল চালক মমিনুল ইসলাম (৫০) নামে গুরুতর আহত হয়েছে।
এ সড়ত দূর্ঘনাটি গত ৭ই এপ্রিল রবিার সকাল ৯টায় উপজেলার পার্বতীপুর-দিনাজপুর সড়কের বেলতলী বাজারের অদূরে ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষক মমিনুল ইসলাম বিন্যাকুড়ির তালদিঘী গ্রামের বাড়ি থেকে মোটর সাইকেল যোগে চিরিরবন্দরে আসার পথে ওই স্থানে পৌঁছলে পার্বতীপুর থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগামী ট্রাক্টও নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের কর্তব্যরত চিকিঃসক তাঁকে উন্নত চিতিঃসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে ট্রাক্টরের চালক ও হেলপার পলাতক রয়েছে। ট্রাক্টরটি উদ্ধার করে চিরিরবন্দর থানায় নিয়ে আসা হয়।

আপনার মতামত লিখুন :