চিরিরবন্দরে ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:06 PM, 29 June 2016

এম এ হক, দিনাজপুর। দিনাজপুরে চিরিরবন্দরে ঘন্টাঘর হইতে কালোপীর মজির রাস্তায় মজিদ মাষ্টার পাড়ার ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের ঘন্টাঘর হইতে কালোপীর যাওয়া কাঁচা রাস্তায় নির্মিত মজির মাষ্টার পাড়া নামক স্থানে উলে­খিত ব্রীজটির নির্মাণ কাজ চলছে। স্থানীয় বাসিন্দা মুর্তজা, ফরহাদ, আব্দুল হামিদ, জুয়েল, জাহাঙ্গীর সহ অনেকে অভিযোগ করে বলেন, ব্রীজটিতে ঠিকাদার কোন প্রকার নির্মাণ নীতিমালা না মেনেই ৮/১ ভাগ সিমেন্ট দিয়েই ঢালাই করে নির্মাণ কাজ চালিয়ে আসছে। বাধা দিলে স্থানীয় এক অজ্ঞাত মাষ্টারের সহযোগীতায় চাঁদাবাজি মামলা ঠুকে দেয়ার হুমকী দেন। সাফ কন্টাকটর পাবর্তীপুর নিবাসী মোঃ বুলু মিয়া। এ ব্যাপারে ওই ঠিকাদারকে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান স্থানীয়দের মামলা ঠুকে দেয়ার অভিযোগটি মিথ্যা, তবে নির্মাণ কাজে অনিয়মের ব্যাপারে নমনিয়তা স্বরে বলেন নির্মাণ নীতিমালা বা ষ্টিমেটনুযায়ী হয়তো ১০০% হচ্ছে না কিন্তু একে বারে কাজ খারাপ হচ্ছে এটি ঠিক না। কাজটি দেখবাল বা মনিটরিং করার জন্য নিয়মিত ইঞ্জিনিয়ার আসে না বলে যে, অভিযোগ পাওয়া গেছে সে ব্যাপারে কাজে থাকা মিস্ত্রি জামান জানায়, নিচের ঢালাইয়ের সময় এলজিইডি দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার উপস্থিত ছিল। স্থানীয় অভিযোগকারী ও অভিজ্ঞ মহলের ধারণা ভারী বৃষ্টিপাত হলেই নির্মিত ব্রীজটি দুমরে-মুচরে ভেঙ্গে যেতে পারে এবং পথচারীদের শারীরিকভাবে বড় ধরনের ক্ষতি হতে পারে, সেহেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন অতিব ও জরুরী।

আপনার মতামত লিখুন :