চিরিরবন্দরে ভুট্রা প্রদর্শনীর মাঠ দিবস

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:02 PM, 16 March 2017

মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাজস্ব অর্থের আওতায় স্থাপিত ভুট্রা (সুপার সাইন) প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।

গত ১৫ই মার্চ বুধবার উপজেলার নশরতপুর ইউনিয়নের হরিমন্দির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার নিখিল কুমার বিশ্বাস। বিশেষ অতিথি কৃষিবিদ মো. মতলুবুর রহমান, অফিসার, দিনাজপুর কুষিবিদ মো. মাহমুদুল হাসানসহ চিরিরবন্দর কৃষি স¤প্রসারণ অফিসার শরিফুল ইসলাম। এছাড়াও মাঠ দিবসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও দু’শতাধিক কিষাণ-কৃষানী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পানির অপচয় রোধে ধান ফসলের পরিবর্তে ভুট্রা, রসুন, পেঁয়াজ ও বেশি বেশি শাক-সবজি উৎপাদন করার আহবান জানান। চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহমুদুল হাসান বলেন, ভুট্রার দানার বহুমুখীগুন ও ভুট্রা ফসলের বহুমাত্রিক ব্যবহারের ফলে দিন দিন ভুট্রার চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে বিগত ৫বছরে ভুট্রার চাষ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। উন্নত জাতের হাইব্রীড ভুট্রার ফসলের আবাদ দ্রুত স¤প্রসারণের জন্য এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্য যে কোন হাইব্রীড জাতের চেয়ে (সুপার সাইন) ভুট্রা জাতের ফলন ভালো হওয়ার আশাাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন :