চিরিরবন্দরে শিশু জিসানকে বাঁচাতে এগিয়ে আসুন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:57 PM, 17 April 2019

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম
হাসিমপুর গ্রামের মজনু রহমানের একমাত্র ছেলে জিসান (৪)। যে শৈববে মাঠে ঘুরে বেড়ানোর কথা সেই বয়সেই

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রতিনিয়তই ৫ বছরের শিশু জিসান। তার দুরন্তপনাকে দমিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন
অবস্থায় বিছানার সঙ্গে মরণব্যাধি হৃদরোগে ভুগছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামের দিন-মজুর শ্রমিক মো. মজনু রহমানের একমাত্র ছেলে জিসান।
শিশু জিসান প্রথমে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ডা: ফয়জুল ইসলামের অধীনে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি
আছে। চিকিৎসক জানান, তাঁর হৃদপিন্ডে ছিদ্র হয়েছে তা খুব দ্রুত অপরাশেন করতে হবে। কেননা শিশুটি মৃত্যু কোলে
শুয়ে আছে।
শিশু জিসানের বাবার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জন্মের ৬ মাস পর থেকেই অসুস্থ হয়ে পড়লে
জিসানকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষকার মাধ্যমে জানা যায়, তাঁর হৃদপিন্ডে ছিদ্র হয়েছে পরবর্তী
সময়ে ধার-কর্জ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়ে কিন্তু টাকার অভাবে চিকিৎসা করানো হলে না
তাঁর বাবার বাধ্য হয়ে ফিরে আসতে হলে নিজ বাড়ীতে। বাড়ীআসার পর থেকে সমস্যা দিন দিন বাড়ছে পরে দিনাজপুর
হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক দ্রুত অপারেশন করতে বলেন তবেই শিশু জিসানকে বাঁচানো
সম্ভব হবে। অপারেশন করতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার প্রয়োজন। দিন-মজুর শ্রমিক মজনু রহমান এবং জিসানের মা
শেফালী বেগম সর্বস্থ দিয়ে চিকিৎসা খরচ চালিয়ে এখন নিঃস্ব অপারেশন করার মত সামর্থ্য নেই। তাই সমাজের
হৃদয়বান ব্যক্তিদের কাছে থকে আর্থিক সহায়তা চেয়েছে পরিবারটি। তাকে সাহায্য করতে যোগাযোগ করুন- শিশু
জিসানের বাবা-০১৭৪০৩৪৫৫০৩ বিকাশ এবং সোনালী ব্যাংক, কাচিনীয়া শাখা একাউন্ট নং-
১৮১৪১০০০০৭৯০৪।

আপনার মতামত লিখুন :