ঠাকুরগাঁওয়ে ইউনিলিভার কম্পানীর বিরুদ্ধে মামলা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:05 PM, 19 November 2016

ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ।। বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ইমরোজ ট্রেডার্সের স্বত্বাধিকারী রেজওয়ানা পারভীন মামলা দায়ের করেছেন।
দণ্ডবিধি ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটি আদালতে বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয়।
শনিবার ঠাকুরগাঁও শহরের বিশিষ্ট ব্যবসায়ী এসএম ওসমান গণির স্ত্রী মেসার্স ইমরোজ ট্রেডার্সের স্বত্বাধিকরী রেজওয়ানা পারভীন বলেন, তিনি ৩০ বছর যাবৎ ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পরিবেশক হিসেবে ব্যবসা করে আসছেন।
যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলেন, ফাইন্যান্স ডাইরেক্টর জাহিদুল ইসলাম মালিতা, দিনাজপুর টেরিটরি ম্যানেজার মাথিন অধিকারী, রংপুর এরিয়া সেলস ম্যানেজার জি এম ফয়সল ও বগুড়া রিজিওনাল সেলস ম্যানেজার নওরোজ আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়।

সর্বশেষ চুক্তি হয় ২০১৩ সালের ২৬ নভেম্বর। কিন্তু চুক্তিপত্র কার্যকর থাকা অবস্থায় কর্তৃপক্ষ তাকে টার্মিনেশন লেটার দেয়। কর্তৃপক্ষ তার পাওনা ৩৩,৮৮,৪৮১ টাকাও পরিশোধ করেননি। বাদীপক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাড. মোস্তাক আলম টুলু।

আপনার মতামত লিখুন :