ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:02 PM, 26 August 2016

আব্দুল কাদের জিলানী বিশেষ প্রতিনিধি : দ্রুত বিচার আইনের মামলায় চার্জশীট আদালতে গৃহীত হওয়ায় ঠাকুরগাঁও পীরগঞ্জের হাজীপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের এক আদেশে জানা যায়, মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-অধিশাখার উপসচিব মোঃ মাহাবুবুর রহমান এর স্বাক্ষরিত এক স্বারক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পত্রে বলা হয়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ২৩/১০২,তারিখ ২৭/০৪/১৬ ইং এর অভিযোগ পত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থ পরিপন্থী মর্মে সরকার মনে করে, সেহেতু উক্ত ইউপি চেয়ারম্যান কে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১)ধারায় সাময়িক বরখাস্ত করা হলো। পত্রের কপি জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, ইউএনও পীরগঞ্জ ও সাময়িক বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। পীরগঞ্জের ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বিধি অনুযায়ী চেয়ারম্যানের বরখাস্ত আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঐ ইউনিয়নের পরবর্তী কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী বিজয় মিছিলের নামে সহিংসতার ঘটনায় পীরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলায় উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নে নব নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১১০ জনের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। পীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন জানান, সহিংসতার ঘটনায় ২৭ এপ্রিল নব নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও তার চার ভাইসহ ১০৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭০/৮০ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় আওয়ামীলীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের ছোট ভাই জালাল উদ্দীন দ্রুত বিচার আইনে মামলা করেন । মামলায় ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :