ঠাকুরগাঁওয়ে জৈব সার ব্যবহারে অধিক ফলন ও লাভবান কৃষকরা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:04 PM, 07 June 2016

আরিফুজ্জামান আরিফ,ঠাকুরগাঁও প্রতিনিধি \ স্বল্প খরচে কেঁচো দিয়ে জৈব সার উৎপাদন করছে ঠাকুরগাঁওয়ের কৃষক।
কৃষিতে জৈব সারের কোন বিকল্প নেই, এ ভাবনাকে মাথায় নিয়ে আরডিআরএস বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার বালিয়া দেবিপুর ও জগন্নাথপুর ইউনিয়নে ৪০ টি কেঁচো সার উৎপাদন প্লান্ট স্থাপন করা হয়েছে।
কৃষকেরা ফসলের জমিতে জৈব সার ব্যবহারে অধিক ফলন ঘরে তুলছে এবং কিছু কিছু কৃষক কেঁচো ও জৈব সার বিক্রি তে আর্থিক ভাবে লাভবান হয়েছে. এর মধ্যে জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামের কৃষক ধীরেন চন্দ্র (৪৫) ও আবু হাসান (৪০) জানান তারা সবজি ফসলে ও গমের জমিতে জৈব সার ব্যবহারে অধিক ফলন পেয়েছে এবং কেঁচো দিয়ে উৎপাদিত জৈব সার বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে।
আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও ইউনিটের কৃষি কর্মকর্তা মো মাহফুজুর রহমান জানান, এই প্লান্টে কংক্রিটের রিং, ঢেউটিন, পলিথিন ব্যবহার করা হয়েছে, গোবর ও কেঁচো এর সমন্বয়ে এ প্লান্টে তৈরি হচ্ছে জৈব সার,হিউমাস সমৃদ্ধ এ জৈব সার মাটির উর্বতা ও ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ত করে, মাটির লবনাক্ত কমায়, পানি ধারন ক্ষমতা বাড়ায় এবং এটি বিষমুক্ত পরিবেশ বান্ধব হিসেবে কাজ করে বলে জানান এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :