ঠাকুরগাঁওয়ে বট ও পাখর গাছের বিয়ে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:29 AM, 11 May 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ বট ও পাখর গাছের বিয়ে দিলে নাকি মানুষের মঙ্গল হয়। সেই বিশ্বাস থেকেই সামাজিক রীতি মেনে পুরোহিতের উপস্থিতিতে গ্রামবাসীরা বিয়ে দিলেন বট ও পাখড় গাছের। ৯মে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মলানখড়ি গ্রামের খগেন্দ্র বর্মনের আয়োজনে এই বিয়ের অনুষ্ঠিত হয়।
গ্রামে গ্রামে বট ও পাখর গাছের বিয়ে হয়। সাধারণ বিয়ের মতোই ম-প তৈরি করে, বট গাছকে কন্যার মতো শাড়ি এবং পাখরকে পাত্রের মতো ধুতি পরিয়ে সাজিয়ে নেওয়া হয়। হয়েছিল গায়ে গলুদ, মালা বদল, শুভ দৃষ্টিও। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয় বট ও পাখর গাছের।
হিন্দু শাস্ত্র মতে এতে আসবে মঙ্গল ও শান্তি। এই বিয়ের মাধ্যমে মানুষ ও গাছের সম্পর্ক দৃঢ় করে বলে বিশ্বাস সনাতন ধর্মালম্বীদের।

অনুষ্ঠানে অনেক সন্ন্যাসী এবং বৈষ্ণব সম্প্রদায়ের লোকজন থাকায় খাওয়ানো হয় নিরামিষ।

আপনার মতামত লিখুন :