ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

অারিফুজ্জামান অারিফ স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার রাত ২টায় ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ক্ষেতে এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে বিজিবি জানান। বিজিবির দাবি করেন, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। নিহত ব্যক্তির বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাবুল। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গাজী নাহিদ উজ জামান।