ঠাকুরগাঁওয়ে বাংলাদেশী প্রবীন ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:06 PM, 30 March 2019

আব্দুল কাদের জিলানি: ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশী প্রবীন ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফলমুল ও পুষ্টি সম্পূরকের গুরুত্ব” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের জে.আর কনভেনশন সেন্টার মিলনায়তনে মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও হারবাল প্রডাক্ট, কস্মেটিক্স অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারার্স এসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের সভাপতি ও নেপচুন ল্যাবরেটরীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. সাঈদ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা: আবু মো: খায়রুল কবীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্য ড. মোস্তফা নওশাদ জাকী, বাংলাদেশ ইউনানী ঔষুধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, অতিথি মোয়াজ্জেম হোসেন বাদল, মোহাম্মদ নূর-উন-নবী, হাকী আব্দুল হাই, আশরাফুল ইসলাম, আনোয়ারুল আলম ভুঁইয়া, হাজী আবদুর রব প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মর্ডান ইউনানী-আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রিন্সিপাল আবদুর রব খান। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার প্রবীন ব্যক্তিরা অংশ নেন। পরে তাদের স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফলমুল ও পুষ্টি সম্পুরকের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন :