ঠাকুরগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:56 PM, 03 July 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও সদর
উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একটি
মুদি ব্যবসায়ীর দোকানে ভাংচুর করে প্রায়
দুই লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
০৩ জুলাই মঙ্গলবার রাতে ঐ ইউনিয়নের কালীতলা
বাজারের ব্যবসায়ী লতিফ স্টোরে এই ঘটনা
ঘটে। সেদিন রাতেই ঠাকুরগাঁও সদর থানায়
একটি লিখিত অভিযোগ করেন মুদি
ব্যবসায়ী আলম হোসেন।
অভিযোগে যানা যায়, পূর্বের শত্রুতার জের
ধরে একই এলাকার বাসিন্দা আব্দুল সোহরাবের
নেতৃত্বে তার ছেলে সহ আরো কয়েকজন দলবদ্ধ
হয়ে আসেন মুদি দোকানদার আলমের কাছে।
এসময় কোন কারন ছাড়া তারা আলমের কাছে
চাঁদা দাবি করে। পরে চাঁদা দিতে রাজি না
হওয়ায় এক পর্যায়ে দোকানের আসবাবপত্র
ভাংচুর ও ব্যবসায়ীকে মারতে শুরু করেন তারা।
পরে দোকানের ক্যাশ থেকে প্রায় ২লাখ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আব্দুল সোহরাব
ও তার লোকেরা।
তবে অভিযোগের কথা অস্বীকার করে আব্দুল
সোহরাবের ছেলে আনোয়ার হোসেন বলেন
এগুলো সব মিথ্যে কথা। এমন কোন ঘটনাই
ঘটেনি। আমরা তাদের দোকানে কোন ভাংচুর
করিনাই বা লুটপাঠ করিনাই। আলম নিজেই
আমার বাবাকে মারছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম
মূর্তজা বলেন, বিষটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা
নেয়া হবে।

আপনার মতামত লিখুন :