ঠাকুরগাঁওয়ে ভূমি উন্নয়ন কর মেলা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:01 PM, 10 April 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি: দক্ষ স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন হোক আমাদের অঙ্গীকার এই শ্লোগান নিয়ে ঠাকুরগায়ে শুারু হয়েছে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা।
এ উপলক্ষে বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিডি হলে এসে শেষ হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিনুল ইসলামের সভাপতিতে¦ ঠাকুরগাঁও অডিটরিয়াম বিডি হলরুমে সাত দিন ব্যাপি এমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে ।
মেলায় ১১ টি স্টলে সার্টিফিকেট মামলার সেবা , ভূমি রেকর্ড ও জরিপ এর পরামর্শ, ভূমি রেকর্ড এর অনুলিপি প্রদান, ভূমির দখল ও মালিকানা সম্পর্কে তথ্যসেবা জমি ক্রয় বিক্রয়ের জটিলতা সম্পর্কে অবগত করা হচ্ছে ।
মেলায় জমির মালিকরা ভূমি নামজারি ও জমা খারিজ আছে কিনা এসব যাচাই করে দেখছেন।

আপনার মতামত লিখুন :