ঠাকুরগাঁওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ রুমে ফাটল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:20 PM, 04 April 2019

আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা ১৪নং রাজাগাঁও ইউনিয়নের চুয়ামণি ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্থাপিত হয়ে অত্যন্ত সুনামের সহিত শিক্ষা কার্যক্রম অদ্যাবধি নিরলস ভাবে ভূমিকা রেখে আসছেন। বিদ্যালয়টি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও সু-দক্ষ ব্যবস্থাপনা কমিটি দিয়ে গঠিত। বিদ্যালয়টি যথেষ্ট সুনাম রয়েছে এলাকায় বিশেষ করে বিদ্যালয়টি ঝরে পড়ার হার রোধ, বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার মান উন্নয়ন থেকে শুরু করে সরকারী বিধি মোতাবেক যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে বিদ্যালয়টির কিছু সমস্যা দেখা যায়। বিদ্যালয়ের সম্পুর্ণ ভবনটিতে ভয়াবহ ফাটল ধরেছে যেকোন সময়ে ধ্বসে পড়ে কোমলমতি শিক্ষার্থীদের ভয়ানক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে, এমনকি প্রাণনাশেরও ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এছাড়াও যেখানে ৬/৮টি ক্লাশ রুমের প্রয়োজন সেখানে রয়েছে মাত্র ০৩ টি ক্লাশ রুম দিয়ে লেখাপড়া চালানো হচ্ছে এবং শিক্ষক সংকটও রয়েছে। তাই অনতিবিলম্বে ক্লাশ রুমের অপর্যাপ্ততা এবং শিক্ষক সংকট দূর করা সহ কোমলমতি শিক্ষার্থীদের দূর্ঘটনার হাত হতে রক্ষা করা অতীব জরুরী। বিদ্যালয়ের দায়িত্ব রত প্রধান শিক্ষক আসুতোস ঝাঁ বলেন, শিক্ষার মান সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। উক্ত বিদ্যালয়ের সভাপতি সন্তোস সরকার বলেন, বিদ্যালয়টিতে আমরা দায়িত্ব পাওয়ার পর অনেক উন্নয়ন করে আসছি। তবে সমস্যা গুলোর ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আপনার মতামত লিখুন :