ঠাকুরগাঁওয়ে সড়কে ধান ফেলে কৃষকদের বিক্ষোভ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  02:32 PM, 25 May 2019

মোঃ আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও
প্রতিনিধি॥ ধান, ভূট্টাসহ সকল কৃষি ফসলের ন্যায্য
মূল্য নিশ্চিত করার দাবীতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ
করে বিক্ষোভ করেছে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ
ঠাকুরগাঁও জেলা শাখা।
শনিবার সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে
খোঁচাবাড়ি নামক স্থানে সড়কে ধান ফেলে এ বিক্ষোভ
করেন কৃষকেরা। এসময় সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায়
যান চলাচল। ধানের বিক্রয় মূল্য উৎপাদন খরচের থেকে কম
হওয়ায় কৃষকরা মারাত্তক সঙ্কট ও ক্ষতির সম্মুখীন
হয়েছে। বিভিন্ন জায়গায় কৃষক নিজের ধানক্ষেতে
আগুন লাগিয়ে দিয়েছে। আজ কৃষক পথে নেমে গেছে।
তাই সরকারকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করে কৃষকে
বাঁচানো জন্য বক্তরা অনুরোধ জানান।
ঘন্টাব্যাপী বিক্ষোভে বক্তব্য দেন, থানা সিপিবির
সভাপতি আহসানুল হাবিব বাবু, জেলা উদিচির
সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, কৃষক সমিতির
নেতা এরশাদুল, সাইফুল প্রমূখ।

আপনার মতামত লিখুন :