ঠাকুরগাঁও গড়েয়া ডিগ্রি কলেজে ভয়াবহ অগ্নিকান্ড অধ্যক্ষের কার্যালয় ভষ্মিভুত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:13 PM, 08 July 2016

আরিফুজ্জামান আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও গড়েয়া ডিগ্রি কলেজে ভয়াবহ অগ্নিকান্ড অধ্যক্ষের কার্যালয় পুরে ছাই। গত ৪ জুলাই আনুমানিক রাত সাড়ে ১১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংঘটিত অগ্নিকান্ডে কলেজের অধ্যক্ষের অফিস কক্ষটি সম্পূর্ন রুপে পুড়ে যায়। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালালেও আগুন ছড়িয়ে পরায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। এর আগে আগুনের শিখা দেখতে পেয়ে কলেজের মালি মোজাহার আলী ঘটনাস্থলে দৌড়ে গিয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছার আগেই সব পুরে যায়। এ খবর পেয়ে কলেজের সভাপতি আসম গোলাম ফারুক রুবেল ও অধ্যক্ষ সাইফুর রহমান ঘটনাস্থলে পৌছায়। আগুনের কারণ সম্পর্কে তারা জানান, স্বাভাবিক নিয়মে এ ধরনের আগুন লাগার কোন কারণ নেই তবে কেউ নাশকতা করেও এ ধরনের কার্মকান্ড ঘটানোর চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে সর্ট সার্কিট থেকেও আগুন লাগার কারনটি উপেক্ষা করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ইনচার্জ ফসির উদ্দিন সরদার জানান, এসব ঘটনার ক্ষেত্রে সর্ট সার্কিটের কারনে বেশিরভাগ ঘটনা সংঘটিত হয়। অগ্নিকান্ডে কলেজের দলিল পত্র, টিভি, কম্পিউটার, ফার্নিচার, ও কনর্স্ট্রাকশনসহ প্রায় ১৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। কতব্যে অবহেলার কারনে ইতো মধ্যে নৈশ প্রহরী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অগ্নিকান্ডের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন :