ডাক বিভাগের উদ্যোগে কলারোয়ায় “নগদ” উদ্যোক্তা মোবাইল ব্যাংকিং সমাবেশ অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:32 PM, 28 July 2019

জুলফিকার আলী: রোববার(২৮জুলাই)বিকালে বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে কলারোয়ায় নগদ উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সহজ এবং দ্রুততম সময়ে ডিজিটাল ব্যাংকিং সকল শ্রেণীর মানুষের কাছে পৌছায়ে দিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং সার্ভিসে এতো দিন শুধু বেসরকারি খাতের নিয়ন্ত্রণে থাকলেও এবার সরকারিভাবে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতির এই নগদ মোবাইল ব্যাংকিং সার্ভিস। এ খাতে নতুন সংযোজন ”নগদ”। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাবান্ধব মোবাইল ব্যাংকিং সেবাটি নিয়ে এসেছে সরকারের ডাক বিভাগ। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করলে গ্রাহক ক্যাশ ইন অথবা ক্যাশ আউট এর ক্ষেত্রে গ্রাহক প্রতিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং সর্বমোট ১০ বারে আড়াই লাখ টাকা দৈনিক লেনদেন করতে পারবেন। এভাবে মাসে সর্বোচ্চ ৫ লাখ টাকা ক্যাশ ইন অথবা ক্যাশ আউট করতে পারবেন সর্বোচ্চ ৫০ বারে। নগদ অ্যাকাউন্ট এর মাধ্যমে গ্রাহকরা শুধু ক্যাশ ইন, ক্যাশ আউট নয়, সেন্ড মানি, টপ আপ (মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ) সুবিধাও গ্রহণ করতে পারবেন। ক্যাশ ইন এর জন্য গ্রাহককে কোন ধরনের চার্জ প্রদান করতে হবে না। তবে ক্যাশ আউটের ক্ষেত্রে গ্রাহককে প্রতি হাজারে ১৮ টাকা চার্জ প্রদান করতে হবে। নগদ অ্যাপ এর মাধ্যমে ক্যাশ আউট করা হলে প্রতি হাজারে ১৭ টাকা চার্জ প্রযোজ্য হবে। রোববার বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে উপজেলার সকল “নগদ” উদ্যোক্তাদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ডাক বিভাগের “নগদ” ফিনান্সিয়াল সার্ভিস ঢাকার ক্লাস্টার হেড সাইফুল আলম, মার্কেটিং অফিসার মহায়মিনুল ইসলাম, খুলন বিভাগের এরিয়া ম্যানেজার শেখ আব্দুল্লাহ আল ইয়াহিয়া, সাতক্ষীরা জেলার ডিস্ট্রিবিউটর শরিফ আহম্মেদ প্রমুখ। “নগদ” ফিনান্সিয়াল সার্ভিস ঢাকার ক্লাস্টার হেড সাইফুল আলম বলেন-নগদ উদ্যোক্তা পয়েন্টে গিয়ে যে কেউ বিনা মূল্যে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। নিজে নিজে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খুব সহজে একজন গ্রাহক নগদ উদ্যোক্তার কাছ থেকে বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আপনার মতামত লিখুন :