তৌহিদ আহাম্মেদ লিখন-এর “ব্যক্তিগত অবহেলা”সিরিজের একগুচ্ছ কবিতা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:32 PM, 25 April 2019

ব্যক্তিগত অবহেলা-১
……
আছি আছি করে নিজেকে শেষ
করে দিয়েছি তোমাকে ভেবে;পোয়াতি
আলুর মতো স্বাদহীন মানুষ হয়ে গেছি।
অবহেলার ফাঁপর দৌড়ে ধরে আমায়।

শুষ্ক চুলে জট বেঁধে যায় ক্লান্তিহীন
গন্ধভরা আমার মাথায়;হিসেবের বিবরণে
কেউ কেউ পাগলের উপাধি দেয়।তুমিও
পাগল বলতে যখন তোমার প্রেমিক ছিলাম।

টিসুর মতো ব্যবহার করেছ আমায়,
হোক না সেটা চোখের জল মুছবার জন্য-
তবুও তো প্রয়োজন শেষে ফেলে দিয়েছ;
ভুলে যেওনা একটুকরো টিসুরও মূল্য আছে।

ব্যক্তিগত অবহেলা-২
……
মানুষ কি অদ্ভুত!
মানুষের কাছে
রাস্তার ছেলের দাম নেই,
রাস্তার মেয়ের দাম নেই;
রাস্তার শিশুর দাম নেই।

দাম নেই রাস্তার পাশে
বস্তিতে থাকা মানুষগুলোর।
রাস্তার কোনোকিছুরই দাম নেই!

অথচ রাস্তার পাশে
জমিগুলোর অনেক দাম।

ব্যক্তিগত অবহেলা-৩
……
কাল যে দুটি যুগল প্রেমিক-প্রেমিকা
ফাঁস দিয়ে আত্মহত্যা করলো- তাদের প্রতি
তাদের পরিবার এবং এই সমাজের অবহেলা
কিংবা দায়বদ্ধতা ছিলনা? অবশ্যই ছিল।

হে ঈশ্বর, আপনি যদি মানুষের মাথাটা
এভাবে তৈরি না করে অন্যভাবে করতেন;
একদম মসৃণ: আয়নার মতো। মসৃণ করলেই
বা এমন কি ক্ষতি হতো আপনার?

কারো লাভ-ক্ষতি হোক বা না হোক…..
অন্তত আত্মহত্যা করার একটা পথ কমে যেত।

ব্যক্তিগত অবহেলা-৪
……
বাহ,
সমাজ তোমার
কি চমৎকার নিয়ম;
শকুন সেজে দুখীর
পিঠে বসে তুমি
সুখ ঠুকরিয়ে খাও।

ব্যক্তিগত অবহেলা-৫
……
পুরুষ কি অদ্ভুত!
শৈশবে মা-বাবার হাত ধরে হাঁটতে শিখে-
অথচ,বড় হয়ে সবাইকে জানান দেয়,
আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি।

আহা, কি অদ্ভুত!
নিজের পায়ে দাঁড়ালেই একটা বিয়ে করে;আর-
মা-বাবা’কে বৃদ্ধাশ্রমে রেখে আসে।

সত্যিই পুরুষ খুব অদ্ভুত!
ফেসবুকের বস্তাপচা কবিতা ও কবিদের মতো!

আপনার মতামত লিখুন :