প্রিতমের সংগীতে তন্ময়ের কথা ও সুরে আসছে আইউব শাহরিয়ারের “বৈশাখী মেলা”

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:36 PM, 13 April 2019

লিয়াকত অালী লিটু, ভ্রাম্যমাণ তথ্য দাতাঃ

চৈত্রের শেষ আসছে পহেলা বৈশাখ।তাই পহেলা বৈশাখ উপলক্ষ্যে বগুড়ার সনামধন্য মিউজিক স্টুডিও বি এন্ড ডব্লিউ (B & W) প্রকাশ করছে তাদের বৈশাখী গান।গানটির শিরোনাম ” বৈশাখী মেলা”। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন “জ্বলে ওঠো বাংলাদেশ” ক্ষ্যাত কন্ঠশিল্পী আইউব শাহরিয়ার।তিনি বাংলাদেশের ‘দূরবীন’ ব্যান্ডের ভোকালিষ্ট।এছাড়া আরো কন্ঠ দিয়েছেন সুমন আরাবী ও সাব্বির।গানটির সংগীত পরিচালনা করেছেন প্রিতম কবি।গানের কথা ও সুর করেছেন মশিউর রহমান তন্ময়।জানা গেছে,পহেলা বৈশাখ উদযাপনে বাংলাদেশীদের ঐক্যকে তুলে ধরা হয়েছে এই গানে।গানটির কথাচিত্র ভিডিও 13ই এপ্রিল স্টুডিও বি এন্ড ডব্লিউ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে।গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ছিলেন প্রকৃতি প্রাইভেট কোম্পানি,বাংলাদেশ।তারা সকলেই আশা করছেন গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং দেশের সকল বৈশাখী গানের মধ্যে এই গানটি যায়গা পাবে।

আপনার মতামত লিখুন :