দিনাজপুরের ঐতিহ্যবাহী ইছামতি ডিগ্রী কলেজে ঈদ পূর্ণমিলনীঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:03 PM, 17 September 2016

এম এ হক, দিনাজপুর। দিনাজপুরে ঐতিহ্যবাহী রাণীরবন্দর ইছামতি ডিগ্রী কলেজের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাত ৮টায় ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগ শাখার আয়োজনে সোহানুর রহমান সোহান এর সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় বক্তারা চলমান সন্ত্রাস বিরোধী ও প্রতিরোধ মূলক বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিছুর রহমান মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উপস্থিত ছাত্র ও অভিভাবকদের সজাগ থাকার আহবান জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরু ইসলাম নুরু, নশরতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম আযম পারভেজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ সাদেক ছোটন, ঐতিহ্যবাহী আলোকডিহি জে,বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নন্দন, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম সহ ছাত্রলীগ, যুবলীগ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :