দিনাজপুরের ঘোড়াঘাটে মেয়র হলেন আব্দুস সাত্তারঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:57 PM, 08 August 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুস সাত্তার মিলন (ধানের শীষ) প্রতিকে ৪ হাজার ১শ ১৩ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (নারিকেল) প্রতিকে ভোট পেয়েছেন ৩ হাজার ৮শ ২৭। অপরদিকে আ’লীগের প্রার্থী ইউনুস আলী মন্ডল (নৌকা) প্রতিকে পেয়েছেন ৩ হাজার ১শ ৯৫ভোট।

এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা সুষ্ঠুভাবে নিজ নিজ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোট চলাকালীন সময়ে দুপুর ২টার দিকে ঘোড়াঘাট দাখিল মাদরাসা কেন্দ্রের বাইরে ২টি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এর ১টি ককটেলের বিস্ফোরন ঘটলেও অপরটি অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশ সেটাকে উদ্ধার করে নিষ্কীয় করে। একই সময়ে ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের বাইরেও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে স্থানীয়রা জানায়। তবে এ দু’টি ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এদিকে ঘোড়াঘাট কেটিসি হাই স্কুল কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্ঠাকালে ইছাহাক নামে একজনকে আটক করে পুলিশ।

আপনার মতামত লিখুন :