দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের কারচুপি প্রশিক্ষণঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:00 PM, 17 August 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পরিচালিত ১০ দিনব্যাপী কারচুপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করছেন ওয়ার্ল্ড বাংলাদেশ দিনাজপুর এডিপির কৃষি বিষয়ক কর্মকর্তা মো: রেজাউল ইসলাম। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৫ জন বেকার যুব মহিলা অংশগ্রহণ করছেন।

গতকাল বুধবার বিকেলে শহরের কাঞ্চন কলোনীতে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে ও বগুড়ার টিডিসির কারিগরি সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি শহরের কাঞ্চন কলোনীসহ ৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উলে­খ্য যে, ২টি কেন্দ্রে কারচুপি ও ১টি কেন্দ্রে বাটিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ প্রশিক্ষণ কোর্সে মোট ৭৫ জন বেকার যুব মহিলা অংশগ্রহণ করছেন। ২৫শে আগষ্ট এ প্রশিক্ষণ কোর্স শেষ বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :