দিনাজপুরে ১৪ জোড়া যুবক-যুবতীসহ বিনোদনকেন্দ্রের ৩ পরিচালক আটকঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:57 PM, 11 July 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরে পুর্নভবা নদীর তীরে বিনোদন কেন্দ্রের নামে অনৈতিক কর্মকান্ড পরিচালনার অভিযোগে ৩ পরিচালকসহ ১৪ জোড়া যুবক-যুবতিকে আটক করা হয়েছে। নদীর ওপারে সদ্য গড়ে উঠা প্রমোদতরী ও বাগান বিলাস নামে দু’টি বিনোদন কেন্দ্রে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করে।

গত রোববার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জোবায়ের রহমান ও সদর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা গোলাম রব্বানীর নেতৃত্বে শহরের পার্শ্ববর্তী ফুলতলা এলাকায় সদ্য গড়ে উঠা প্রমোদতরী ও বাগান বিলাস নামে দু’টি বিনোদনকেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ বিনোদনকেন্দ্র পরিচালনার দায়ে দু’টি বিনোদনকেন্দ্রের ৩ পরিচালকসহ ১৪ জোড়া যুবক-যুবতিকে আটক করে। আটক ৩ পরিচালক হলেন- মালিক ফুলতলা এলাকার আজিজার রহমানের ছেলে ফয়সল আজিজ চঞ্চল(৩২), তার ভাই ইবনে এমরান আলী চন্দন (২৯) ও একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে রায়হান হিপ্পু (২৯)।

সদর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা গোলাম রব্বানী জানান, অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুবক-যুবতীদের আটক করা হয়েছে। তাদের নিজ নিজ অভিভাবকের মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জোবায়ের রহমান জানান, এ দু’টি বিনোদনকেন্দ্রের কোন অনুমোদন নেই। নদীর ওপারে হওয়ায় গহীন জঙ্গলে বিনোদনকেন্দ্রে কোন নিরাপত্তার ব্যবস্থা নেই। বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। এখানে মাদকসহ অ-সামাজিক কার্যকলাপ সংগঠিত হয়। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

আপনার মতামত লিখুন :