দিনাজপুরে ৩ লক্ষ ৩২হাজার ৫শ ৭৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:46 PM, 13 July 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুর জেলায় ১৬ জুলাই শনিবার অনুষ্ঠিবত্য জাতীয় এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৩ লক্ষ ৩২ হাজার ৫৭৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে কাজ করবে ৮ হাজার ২৫৩ জন মাঠকর্মী। স্থায়ী-অস্থায়ী কেন্দ্র মিলে মোট ২ হাজার ৭শ ৫১টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার দুপুরে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের জন্য আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা: অমলেন্দু বিশ্বাস।

কর্মশালায় জানানো হয়, দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ২ হাজার ৭শ ৫১টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৩৪ হাজার ৭শ ১১ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২লক্ষ ৮৭ হাজার ৮শ ৬৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে কাজ করবে ৮ হাজার ২শ ৫৩ জন মাঠকর্মী। এর মধ্যে ৭ হাজার ২শ ২৪ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। কর্মশালায় আরো জানানো হয়, ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নিল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশী বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুলপ্রাপ্ত শিশু ও মারাত্মক অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এ ব্যাপারে সিভিল সার্জন ডা: অমলেন্দু বিশ্বাস সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় দিনাজপুর সিভিল সার্জন ডা: অমলেন্দু বিশ্বাস, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম, সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শাহিন হোসেন বক্তব্য রাখেন। কর্মশালায় দিনাজপুরে কর্মরত অর্ধ-শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :