বর্তমান সরকার শ্রমিক বান্ধব: স্বাস্থ্যমন্ত্রী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:45 PM, 01 May 2019

শারমিন শোভা, স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কঠিন পরিশ্রম ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারেনা। দেশের উন্নয়ন হয় না হলে দেশের শান্তি শৃংখলা বজায় থাকেনা। তিনি আরও বলেন, আমাদের শ্রমিকরা তাদের পরিশ্রম দিয়ে আমাদের উন্নয়নের চাকা সচল রেখেছে। কারণ শ্রমিকরা যদি কাজ না করে তাহলে আমাদের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে যে কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাতে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে। তাদের ঘাম ঝরানো কষ্টে উৎপাদন করা পণ্য বিদেশে রপ্তানী করে আমরা বিদেশী মুদ্রা আয় করি। আর সেই আয় দিয়ে বাংলাদেশ অগ্রগতিলাভ করেছে। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বুধবার দুপুরে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাসটার্মিনালে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সড়ক পরিবন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, আপনারা জানেন পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারেনি। শ্রমিকরা যদি কাজ না করে তাহলে দেশ উন্নয়ন হবেনা। শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করবেন এবং তাদের ন্যায্যমূল্য দিতে হবে। কারণ আওয়ামীলীগ সরকার শ্রমিকবান্ধব সরকার। আর এই সরকারের আমলে শ্রমিকরা তাদের সব সুযোগ-সুবিধা পেয়ে আসছে। আজকে শ্রমিকদের থাকার জায়গা, বাসস্থান এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করা হচ্ছে। আমরা চাই প্রত্যেক শ্রমিক ন্যায্যমুজুরি পাক এবং প্রধানমন্ত্রী সে ভাবেই কাজ করছে। শিশুশ্রমের বিষয়ে সাবধান করে মন্ত্রী আরো বলেন, মনে রাখবেন পৃথিবীর কোন দেশে শিশুশ্রম বৈধনয়। আমাদের দেশে এখনো মানুষের বাসা বাড়ীতে ও কলকারখানায় শিশুশ্রম দেখা যায়, এটা ঠিক নয়। এটা বন্ধ করতে হবে। আলোচনা সভা শেষে দূর্ঘটনায় আহত ২০ জন শ্রমিককে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

আপনার মতামত লিখুন :