বাজারে এলো সবচে সাশ্রয়ী দামের অ্যানড্রয়েড স্মার্টফোন অ্যাকুয়া থ্রিজি ৫১২

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:56 PM, 05 November 2015

বাজারে এলো সবচে সাশ্রয়ী দামের অ্যানড্রয়েড  অ্যাকুয়া নামের একটি হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান। ফোনটির মডেল ‘অ্যাকুয়া থ্রিজি ৫১২’। এই ফোনটি থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে।
অ্যাকুয়া থ্রিজি ফোনটিতে আছে ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। এটির প্রসেসর মিডিয়াটেকের ১.২ গিগাহার্টজের। র‌্যাম ৫১২ মেগাবাইট। বিল্টইন মেমোরি ৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।
অ্যাকুয়া থ্রিজি ফোনটির রিয়ার ক্যামেরা ৩.২ মেগাপিক্সেলের। এটি অ্যানড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত।
ভারতের বাজারে ফোনটির মূল্য ২ হাজার ৬৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৩ হাজার ২৬১ টাকা।

আপনার মতামত লিখুন :