ব্যবহার নেই ফুট ওভারব্রিজের

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:12 PM, 01 October 2019

সাহাব উদ্দিন রাফেল,ঢাকা : ঢাকা নগরীর ফুটওভার ব্রিজগুলো পথচারীদের পারাপারে ব্যবহৃত তেমন হয় না । দিনের শুরু থেকে এগুলো থাকে হকারদের দখলে। সূর্য ডুবতে ডুবতে ব্রিজের দখল নেয় মাদকসেবী ও মাদক বিক্রেতারা। আর রাত নেমে এলে ভ্রাম্যমাণ পতিতা ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয় ওভারব্রিজগুলো।অনেকেই আবার পাবলিক টয়লেট বানিয়ে ব্রিজের যত্রতত্র প্রকৃতির ডাকে সাড়া দিয়ে থাকে। পথচারীদের পারাপারের জন্য নির্মিত ফুটওভারব্রিজগুলোর অপব্যবহারের কারণে পথচারীরা পারাপারের জন্য ব্যস্ততম সড়ক ব্যবহার করছে।এতে
ঘটছে দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানি।রাজধানী বেশ কয়েকটি পয়েন্টে ঘুরে এমনি দেখা যায় ঢাকা ফ্রামগেট ,সংসদ ভবন এলাকা ,কলেজ গেট ,শ্যামলী,দারুস সালাম ,রাতে বেলা ঘুরতে বের হইলে এই চিত্র ভেসে উঠবে আপনাদের সামনে। ফুট ওভারব্রিজ ব্যবহার করলে দুর্ঘটনা কমে যাবে বলে দাবি করেন হাইওয়ে পুলিশের কমিশনার। সবাই কে সচেতন হওয়ায় দরকার বলেন তিনি। কারণ সরকার থেকে এগুলো কিছু করা যাবে না। তবে প্রশাসন তার পাশাপাশি স্কাউট টিম কাজ করছে আসা করি এই সমস্যা বেশি দিন থাকবে না। আস্তে আস্তে সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করা শিখবে।

আপনার মতামত লিখুন :