ভূমিকম্পে কেঁপে উঠল সমগ্র উত্তর ভারত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:18 PM, 26 October 2015

সোমবার দুপুর পৌনে তিনটে নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লিও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। এর জেরে কেঁপে ওঠে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের বিস্তীর্ণ অঞ্চল। এ দিন কম্পনেরর উত্সস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১৯৬ কিলোমিটার গভীরে।
দিল্লিতে কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর-বাড়ি, অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন লোকজন। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। শ্রীনগরেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। এর জেরে সেখানে টেলিফোন পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। পাকিস্তানে প্রায় ৪০ সেকেন্ড মতো কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত জানা যায়নি।
নেপালে ভয়াবহ ভূমিকম্পের পরই ভূবিজ্ঞানীরা সতর্ক করেছিলেন মাঝে মাঝেই ছোটখাটো কম্পন হতে পারে। আফটারশকেরও সতর্কতা জারি করেছিলেন তাঁরা। তা হলে তাদের সেই সতর্কতাকে সত্যি করে আরও বড় ধরনের ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে হবে? সুত্র:আনন্দবাজার

আপনার মতামত লিখুন :