সমুদ্রসীমায় নৌযান লক্ষ্য করে দক্ষিণ কোরিয়ার গুলিবর্ষ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:29 PM, 25 October 2015

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী দেশটির সমুদ্রসীমায় চলে আসা উত্তর কোরিয়ার নৌযান লক্ষ্য করে গুলি ছুড়েছে।দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, শনিবার শনিবার স্থানীয় সময় ৩টা ৩০ মিনিটে উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ সমুদ্রসীমা অতিক্রম করলে সেটি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। পীতসাগরের সীমা নিয়ে উত্তর কোরিয়া বরাবরই আপত্তি জানিয়ে আসছে। এর আগেও বিভিন্ন সময় উত্তর কোরিয়া সমুদ্রসীমা অতিক্রম করেছে। গত বছরের অক্টোবরেও দুই দেশের জাহাজ ইয়নপিয়ং দ্বীপের কাছে গুলি বিনিময় করেছে।
শনিবারের গুলিবর্ষণের ঘটনাকে পিয়ংইয়ং ‘গুরুতর প্ররোচনা’বলে মন্তব্য করেছে।
তবে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, তাদের জাহাজ নিয়মিত অভিযান পরিচালনা করেছে।
সূত্র: বিবিসি

আপনার মতামত লিখুন :