রুহিয়ায় আওয়ামীলীগ-বিএনপি’র সংঘর্ষ

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  09:33 PM, 03 September 2022

ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি সমাবেশ কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জনের মত আহতের খবর পাওয়া গেছে। ৩ সেপ্টেম্বর শনিবার বিকালে রুহিয়া চৌরাস্তায় এই ঘটনা ঘটে।
 জানা যায়,  ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও রুহিয়া থানা মহিলা আওয়ামীলীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রুহিয়া চৌরাস্তায় ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মাহিনসহ প্রায় ২০ জন আহত হন। পাল্টাপাল্টি সংঘর্ষে দোকানপাট ভাংচুর ২টি মোটরসাইকেল সহ  রুহিয়া বিএনপি অফিসের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এতে রুহিয়া বাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, দুটি দল একই দিনে সভা ডেকেছে। প্রশাসনের পক্ষ থেকে দুটি দলকে দুটি সময়ের কথা বলা হয়েছিল।

আপনার মতামত লিখুন :