শিবগঞ্জে স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  08:12 PM, 31 December 2019

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৩দিন ব্যাপী ৪৯তম জাতীয় শীতকালিন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। রোকেয়া সাত্তার উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক বিপ্লব কুমার মহন্তের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিা অফিসার মিজানুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ উপজেলা শিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, মহাস্থান আলিম মাদ্রাসার অধ্য আবুবক্কর সিদ্দিক, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক তাজুল ইসলাম, উথুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক হাবিবুল আলম, বিহার এমএএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক খলিলুর রহমান, বড়বেলঘড়িয়া মাদ্রাসার সহকারী শিক মোকছেদুর রহমান দুলু, দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক আবুল কাসেম, সেকেন্দ্রাবাদ মাদ্রাসার শরীর চর্চা শিক আব্দুল ওহাব, বিহার এমএএম উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক খোরশেদ আলম, গুজিয়া উচ্চ বিদযালয়ের শরীর চর্চা শিক সাজেদুর রহমান সাজু প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে কৃতি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা

আপনার মতামত লিখুন :