সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করে উন্নয়ন ঠেকানো যাবেনা: পররাষ্ট্রমন্ত্রী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:52 PM, 17 August 2016

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করে সরকারের কোন উন্নয়ন ঠেকানো যাবে না। সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হয়েছেন। তার দেশপ্রেম জাঁদুই এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় চিরিরবন্দর মহিলা কলেজে মা সমাবেশ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি উপরোক্ত কথাগুলো বলেন।

চিরিরবন্দর মহিলা কলেজের সভাপতি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করে। বাঙ্গালী জাতির ইতিহাসের অন্যতম মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা স্বাধীনতা লাভ করেছি ও স্বাধীন ভাবে কথা বলতে পারছি। প্রধানমন্ত্রীর দিনবদলের সনদ বাস্তবায়ন করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হেফাজতকে দিয়ে গভীর ষড়যন্ত্র করেছিলেন,তারা সফল হতে পারেনি। মা সহ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর মতো রোল মডেল হতে হবে।

এছাড়াও মন্ত্রী চিরিরবন্দর রেলষ্টেশনের ওভার ব্রীজ এর উদ্বোধন ও কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় বাংলাদেশ রেলওয়ে রাজশাহী জোনের(পশ্মিমাঞ্চল)প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবুল হক বকশি, প্রকৌশলী (ব্রীজ) মোহাম্মদ আরিফুল ইসলাম, লালমনিরহাট জোনের বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, দিনাজপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে ৫২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের চাবি হস্তান্তর করেন ও হেলিপ্যাড হতে রেলগেট যাওয়ার রাস্তায় ৩৪ ফুট ত্রানের ব্রীজ, প্রস্তাবিত বঙ্গবন্ধু পার্ক পরিদর্শন করে চিরিরবন্দর জিসিসি সড়কের উদ্বোধন করেন এবং ১২ টি গ্রামের ১০৬৯ টি পরিবারের মাঝে ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নতুন বিদ্যুত লাইনের সংযোগ উদ্বোধন করেন। উপরোক্ত সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহীন আলী, দিনাজপুর পলী বিদ্যুত সমিতির জিএম কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেড এইচ মোহাম্মদ আলী শামীম. উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হক, অফিসার ইনচার্জ আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, যুবলীগ সম্পাদক সলেমান গনি, পল­ী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল আলিম প্রমূখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :