সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক গুলিবিদ্ধ লাশ উদ্ধার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:14 PM, 05 May 2019

শেখ মাহামুদুর রহমান (হাসান)কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ মে) ভোর ৫ টার দিকে উপজেলার ভাড়াশিমলা মোড় সংলগ্ন সুলতানপুর এলাকা থেকে গুলিবিদ্ধ লাশ, অস্ত্র ও গুলি উদ্ধার হয়। থানার উপ-পরিদর্শক মনির তরফদার জানান, ভাড়াশিমলা মোড় ও সুলতানপুর এর মধ্যবর্তী স্থানে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে যেয়ে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় মৃতদেহের পাশ থেকে একটি রিভলবার, একটি তাজা গুলি, একটি গুলির খোসা, একটি সাবল ও একটি হাসুয়া পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫২ বছর। তার বুকে দু’টি গুলির চিহৃ রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গুলিতে নিহত ব্যক্তির নাম নওয়াব আলী সরদার। তিনি উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত ঠান্ডু সরদারের ছেলে। বর্তমানে তিনি ভূমিহীন জনপদ খ্যাত বৈরাগির চকে বসবাস করেন। তার বিরুদ্ধে ভূমিহীন নেতা আশরাফ মীর হত্যা, অস্ত্র, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তারা জানান। এদিকে নিহতের ছেলে লিটন সরদার জানান, বুধবার (১ মে) সকাল ১০ টার দিকে কাশিবাটির আব্বাসের মোড় নামক স্থানে একটি পুকুরে কচুরিপানা পরিষ্কারের সময় পুলিশ তাকে তুলে নিয়ে যায়। পরে থানায় তার পিতার খোঁজ নিতে গেলে পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করে

আপনার মতামত লিখুন :