২২ আগষ্ট থেকে বন্ধ হতে যাচ্ছে সোস্যাল মিডিয়ার গ্ররুপ চ্যাট

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:41 PM, 19 August 2019

সংবাদ আজকাল ডেস্কঃ বিশ্বের জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের চ্যাট ভীষণ জনপ্রিয়। এতে গ্রুপ চ্যাটের সুবিধা রয়েছে। যার দ্বারা সবাইকে একসঙ্গে চ্যাটিং করা যায়। এই সুবিধা নিয়ে শুধু বন্ধুত্ব নয়; গুরুত্বপূর্ণ অফিসিয়াল আলোচনাও করতে পারতেন ব্যবহারকারীরা। কিন্তু এবার বন্ধ হতে যাচ্ছে।
এক ঘোষণায় ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২২ আগস্ট থেকে বন্ধ করে দেওয়া হবে গ্রুপ চ্যাটিং সুবিধা। এদিন থেকে গ্রুপগুলো রিড অনলি’ করা হবে। যার ফলে গ্রুপ চ্যাটে নতুন কোনো সদস্যকে যুক্ত করা কিংবা আলাপচারিতা চালিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। তবে চ্যাট হিস্ট্রি থেকে গ্রুপ কথোপকথন দেখতে পারবেন ব্যবহারকারীরা।

ফেবসুক কমিউনিটিতে এক ঘোষণায় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা গ্রুপ চ্যাটিংয়ের মূল্য বুঝতে পারি এবং যারা এই চ্যাটিং এতদিন চালিয়ে গেছেন, তাদের প্রতি সম্মান জানাই। যে কারণে ব্যবহারকরীদের গ্রুপ কমিউনিকেশন চালিয়ে যাওয়ার স্বার্থে নতুন ফিচার চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :