দিনাজপুরে ই-মোবাইল কোর্ট সিস্টেম প্রশিক্ষণের উদ্বোধনঃ
এম এ হক, দিনাজপুর। দিনাজপুরে ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গত রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও মন্ত্রী পরিষদ বিভাগ-এটুআই প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো: জোবায়দুর রহমান রাশেদের সঞ্চালনায় প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু রায়হান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: গোলাম রাব্বী ও সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
১০ দিনব্যাপাী অনুষ্ঠিত প্রশিক্ষণে ৫টি গ্র“পে ২৫জন অংশগ্রহণ করেছেন। দিনাজপুর সদর, বীরগঞ্জ ও হাকিমপুর উপজেলার ইউএনও, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, বন বিভাগের প্রতিনিধি, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর, ড্রাগ প্রতিনিধি, বিভিন্ন থানার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার বলেন, ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন হলে মোবাইল কোর্টের সময় বাড়বে, ভোগান্তি কমবে, মামলা করার জন্য প্রয়োজনীয় আইন তাৎক্ষণিক পাওয়া যাবে, কাজ সহজ হবে, এখানে ডাটাব্যাজ সংরক্ষিত থাকবে। ফলে এলাকাভিত্তিত অপরাধ দমনে সঠিক কৌশল নির্ধারণ করা সম্ভব হবে। মোবাইল কোর্টের জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।