এই প্রথম কলারোয়াতে শুরু হয়েছে আঞ্চলিক ইস্তেমা
সাজমিন সাথি সাতক্ষিরা থেকেঃ সাতক্ষিরা জেলার, কলারোয়া উপজেলায় ফুটবল ময়দানে বৃহঃ (২) মে আছরের নামাজের পর থেকে শুরু হয় আঞ্চলিক ইস্তমা।বিভিন্ন জায়গা ও দুর দুরন্তর থেকে লোক জন আসছে ইস্তেমায় শরিক হয়ার জন্য।ইস্তেমার মাঠটি পরিচালনা করেন,মোঃ সাব্বির হোসেন,ইঞ্জিনিয়ার মুজিবর হোসেন সহ আরো অনেকেই। ইস্তেমার মাঠে যাতে কোন দূরঘটনা প্রভাব না পড়ে এজন্য প্রশাসন পাহারা ও রাখা আছে।তাবলিক জামাতের মুরুব্বিদের ইস্তেমাকে ঘিরে ইস্তেমাস্থল ও আসে পাশে নিরাপত্তা ব্যাবস্থা,মাঠের প্রবেশ পথে নিরাপত্তা, বিশিদ্ধ পানির ব্যাবস্থা, রাতের আলোর ব্যাবস্থা,চিকিৎসা সেবা ও আইন শৃংখলার ব্যাবস্থা করা হয়।আজ সকালে কলারোয়া উপজেলার চিয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,কলারোয়া থানা ওসি মনিরুজ্জান, ডাঃ শফিকুল ইসলাম সহ আরো অনেকেই এসে ইস্তমার মাঠ পরিদর্শন করেন।ইস্তমার মাঠের লোকেদের কাছ থেকে জানা যায় তিন দিন ব্যাপি ইস্তমা শনিবার (৪) মে সকালে আখেরি মোনাজাত এর মাধ্যমে শেষ করা হবে।