গোবিন্দগঞ্জে হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১৮০ বোতল ফেনসিডিল সহ আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৩০ মে রাত্রি ১২.৫০ ঘটিকায় রংপুর – বগুড়া মহাসড়কে মাস্তা নামক স্থানে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লালমনিরহাট হইতে ঢাকা গামী মা এন্টারপ্রাইজ কোচে অভিযান চালিয়ে আসামি মোহাম্মদ সাইদুর রহমান (৪২) এর কাছে থাকা ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ও সাইদুর কে আটক করা হয়। আটককৃত সাইদুর লালমনিহাট জেলার হাতীবান্ধা থানার গড্ডিমারী গ্রামের আব্দুল জব্বার এর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ নুরনবী প্রধান বিষয় টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।