ঠাকুরগাঁওয়ে বিজিবির সংবাদ সম্মেলন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:28 PM, 19 July 2016

আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি ।। ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানের মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর এক সংবাদ সম্মেলন করে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বিজিবি ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সকালে ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মলানী ক্যাস্প থেকে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মলানী-সীমান্তের বেলডাংগী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশ থেকে একটি দেশীয় রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ও গুলির মূল্য ৪০ টাকা।

সংবাদ সম্মেলনে ৩০-বিজিবির অধিনায়ক লে: কর্ণেল তুষার বিন ইউনুস বলেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনের জন্য বিজিবি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে যেন কোনো প্রকার চোরাকারবারী, নারী ও শিশু পাচারসহ অপরাধ প্রবণতা কমাতে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে ৩০-বিজিবির অধিনায়ক লে: কর্ণেল তুষার বিন ইউনুস, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :