কালিয়াকৈরে অশ্লীল ভিডিও দেখিয়ে সংসার ভাঙ্গন, প্রেমিকের বাড়িতে গৃহবধুর অনসন

কালিয়াকৈর,
গাজীপুরের কালিয়াকৈরে গোপন অশ্লীল ভিডিও দেখিয়ে এক গৃহবধুর
সংসার ভাঙ্গে দিয়েছে তার প্রেমিক। বিয়ের দাবীতে গত দুদিন ধরে
অনসনরত ওই গৃহবধুকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া
গেছে।
ওই গৃহবধু কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকার প্রভাসি দুলাল মিয়ার
স্ত্রী কল্পনা বেগম। স্বামী প্রভাসে থাকার সুযোগে দীর্ঘদিন ধরে পাশের
বাড়ির মৃত সুরত আলীর ছেলে আওয়াল মিয়ার সাথে পরকিয়ার সম্পর্ক
গড়ে উঠে। কৌশলে গোপন অশ্লীল ভিডিও করে দুই সন্তানের বাবা
আওয়াল। সপ্তাহ খানেক আগে স্বামী দেশে ফিরলে শ^শুরবাড়ির অশ্লীল
ভিডিও দেখালে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বাধ্য হয়ে তিনি
বিয়ের দাবিতে গত বুধবার বিকেলে প্রেমিক আওয়ালের বাড়িতে
উঠেন। সেখানে দুইদিন অনসনের পর বৃহস্পতিবার রাতে আওয়াল, তার
স্ত্রীসহ কয়েকজন মিলে তাকে পিটিয়ে আহত করে। এ খবর পেয়ে পুলিশ
ওই গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।