সোনাতলায় যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটানোর মামলায় প্রভাষক সিহাব গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:41 PM, 14 September 2019

সংবাদ আজকাল ডেস্কঃ যৌতুকে মামলায় গ্রেফতার সরকারি সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক সিহাব উদ্দিনকে পুলিশ শনিবার আদালতে প্রেরণ করেছে। মামলা সুত্রে জানা গেছে, প্রভাষক সিহাব উদ্দিন উপজেলার বালুয়া ইউনিয়নের আটকরিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। ১২ জানুয়ারী ২০১৬ তারিখে উপজেলার উত্তর দিঘলকান্দি (বালুয়াপাড়া) গ্রামের ফারাজুল ইসলামের কন্যা ফারজানা ফেরদৌসী ওরফে তুবা বেগমকে বিয়ে করে। বিয়ের সময় তুবার বাবা জামাই-কন্যার উন্নতির জন্য নগদ আড়াই ল টাকা, স্বর্ণের গহনা ও ঘরের আসবাবপত্র প্রদান করে। সংসারকালে তাদের ঔরশে দুই মাস বয়সের তমাল নামের পুত্র সন্তান জম্মে। এরপর থেকে প্রভাষক সিহাব ও তার পরিবারের লোকজন যৌতুক লোভী হয়ে উঠে। দুই লক্ষ টাকার দাবীতে কারণে-অকারণে তুবা বেগমকে মানষিক ও শরীরিক নির্যাতন করে আসতে ছিল। এরই একপর্যায়ে এসে যৌতুকের টাকার দাবীতে গত ১২ সেপ্টেম্বর-২০১৯ তারিখ বিকালে প্রভাষক সিহাব ও তার পরিবারের লোকজন তুবা বেগমকে বেদম মারপিটে গুরুতর আহত করে ঘরে আটক রাখে।

সংবাদ পেয়ে তুবার মা বিষয়টি থানায় অবগত করে। থানার এস আই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তুবাকে উদ্ধার ও প্রভাষক সিহাবকে আটক করে। তুবা বেগমকে ওই তারিখ রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে তুবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় প্রভাষক সিহাবসহ ৭জনকে আসামী করা হয়েছে। তুবা বেগম শারীরিক বেদনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় অসহ্য যন্ত্রনায় কাঁতড়াচ্ছে।

আপনার মতামত লিখুন :